জেলহাজতে আমরণ অনশনে নির্ভীক কলম সৈনিক মাহমুদুর রহমান
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ১৭ এপ্রিল, ২০১৩, ০৫:৫৬:৫৬ বিকাল
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার মা মাহমুদা বেগমের বিরুদ্ধে সরকারের মিথ্যা মামলা, ১৯ জন প্রেস কর্মীকে বিনা অপরাধে গ্রেফতার, যারা দিনমজুর এবং আমার দেশ পত্রিকা প্রকাশনায় সরকার বাধা দেয়ার প্রতিবাদে গত তিনদিন তিনি রিমান্ডে থাকা অবস্থায় অনশন করছেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়।
মাহমুদুর রহমান রিমান্ডে থাকাকালে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ায় আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কারা বিধি অনুসারে তাকে ডিভিশন প্রদান ও সুচিকিত্সার নির্দেশ দেন কারা কর্তৃপক্ষকে।
কোর্ট হাজতে মাহমুদুর রহমান নিজেও সাংবাদিকদের কাছে জানান, ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকাকালে ৩টি দাবিতে অনশন শুরু করেছেন তিনি। তার দাবি হচ্ছে, তার মা আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, আটককৃত আমার দেশের ১৯ কর্মীকে মুক্তি এবং ছাপাখানা খুলে দিয়ে পত্রিকা প্রকাশ করতে দেয়া।
বৃহস্পতিবার গ্রেফতারের দিন রাতেই অভিযান চালানো হয় তেজগাঁওয়ে ‘আমার দেশ’ -এর ছাপাখানায়। পরে ছাপাখানাটি সিলগালা করে দেয়া হয়। অস্থায়ী ভাবে ছাপার জন্য বিধি মোতাবেক ঢাকা জেলা প্রশাসককে চিঠি দিয়ে অবহিত করে ১২ ও ১৩ এপ্রিল সীমিত পরিসরে পত্রিকাটি ছাপা হয় দৈনিক সংগ্রামের ছাপাখানায়।
১৩ এপ্রিল রাতে সংগ্রামের ছাপাখানায় অভিযান চালিয়ে আমার দেশ ছাপানোর অভিযোগে পত্রিকাটির ১৯ জন কর্মীকে বেআইনিভাবে আটক ও ৬ হাজার ছাপা কপি জব্দ করা হয়। পরে রমনা থানায় দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে মামলা দায়ের করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় আসামি করা হয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা ‘আমার দেশ‘ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে। তারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
(ইন্টারনেট থেকে সংগ্রহকৃত)
বিষয়: বিবিধ
১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন